শাক-সবজি খাওয়ার কথা শুনলেই বাচ্চাদের ছেড়ে দে ভাই কেঁদে বাঁচির মতো অবস্থা হয়। অন্যদিকে পালং পনির বা পালং -এর স্যুপ খাই আমরা সবাই। কিন্তু জানি না সপ্তাহে অন্তত তিনদিন পালংশাক খাওয়া আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। পালং শাকের খাদ্যগুণ প্রতি ১০০গ্রাম পালংশাকে কার্বোহাড্রেট থাকে প্রায় ৩.৬ গ্রাম, প্রোটিন থাকে ১.৫ গ্রাম, ফ্যাট থাকে ০.১ থেকে ১.০ গ্রাম। এছাড়া ভিটামিন-A, ভিটামিন-B, ভিটামিন-C, ভিটামিন-E, ভিটামিন-K রয়েছে। ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, প্যাটি অ্যাসিড ও থাকে। সুতরাং বোঝাই যাচ্ছে পালং...

